সঙ্ঘের কার্যালয়ে পৌঁছালেন ইয়েদুরাপ্পা, শুক্রবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি 24 ghanta

প্রায় একমাস ধরে চলা কর্ণাটকের নাটকের অবসান ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যের পর ১৪ মাস ধরে চলা কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকারের পতন হল। বিধানসভায় আস্থা ভোটে ৯৯ টি ভোট পায় জোট সরকার, আরেকদিকে বিজেপি ১০৫ টি আসন পায়। এরপর থেকেই বিজেপির সরকার গড়ার প্রবণতা বেড়ে যায়। আজ কর্ণাটকে বিজেপির বিধায়ক দলের বৈঠক হচ্ছে।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে বি.এস ইয়েদুরাপ্পা বুধবার সকালে ব্যাঙ্গালুরুর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান কার্যালয়ে যান। সেখানে উনি সঙ্ঘের বরিষ্ঠ নেতাদের রাজ্যে হওয়া রাজনৈতিক অস্থিরতার কথা জানান। কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সরকার পড়ে যাওয়ার পর, এবার বিজেপির বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। 24 ghanta সেখানে ইয়েদুরাপ্পা কে বিধায়ক দলের নেতার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। এরপর ইয়েদুরাপ্পা সরকার গড়ার দাবি পেশ করবেন।
এর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপির নেতা সদানন্দ গৌড়া পরিস্কার জানিয়ে দিয়েছেন যে, ইয়েদুরাপ্পাই মুখ্যমন্ত্রী হবে। উনি বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আগেই এই ব্যাপারে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে। আরেকদিকে বিজেপির নেতা জগদীশ শোট্টার বলেন, আমাদের সাথে ১০৫ জন বিধায়ক আছে। বিধানসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ দল। আমরাই সরকার বানাবো। বিক্ষুব্ধ বিধায়কদের ইস্তফা এখনো স্বীকার করেন নি স্পীকার। এবার দেখা যাবে যে, তাঁরা বিজেপির সাথে আসছে কি না।


Comments

Popular posts from this blog

যদি আমি ভারতে থাকতাম, তাহলে নোবেল পুরস্কার পেতাম না! বললেন নোবেল বিজয়ী অভিজিৎ ব্যানার্জী

webs 21

links 16